Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। এছাড়াও সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। যোগাযোগ : ফোন (অফিস): ০২-৫৮৮৮৯২৪৫০, মোবাইল (অফিস): ০১৩৩২-৮৪৫৭৫৬, ই-মেইল: chapai.dgpl@gmail.com  


আমাদের অর্জনসমূহ

১) সমগ্র জেলাব‌্যাপী সর্বসাধারণের নিকট গণগ্রন্থাগারকে এক নামে পরিচিত করানো।

২) পাঠক সংখ‌্যা পূর্বের তুলনায় দ্বিগুন সংখ‌্যা বৃদ্ধি করা।

৩) বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা সম্পর্কে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সফলভাবে জানানো।

৪) সকল পাঠ‌্যসামগ্রীকে বিষয়ভিত্বিক সাজানো সম্পন্নকরণ।

৫) সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত গণসংযোগের মাধ‌্যমে গণগ্রন্থাগার ব‌্যবহার সম্পর্কে সফলভাবে সচেতন করা।

৫) সকল অভিভাবক ও সর্বসাধারণকে বিভিন্ন দিবস  ‍উপলক্ষে  আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

৬) সর্বোচ্চ সংখ‌্যাক বই সংগ্রহ তথা ১৩৫০ টি বই ২০১৭-১৮ অর্থবছরে অধিদপ্তর থেকে সংগ্রহ করা হয়েছে।